পত্নীতলা উপজেলার আড়াই হাজার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করে মামলা করেছে পুলিশ

- আপডেট সময় : ০৬:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৫০২ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ও নজিপুর ইউনিয়নে তিনটি ভোটকেন্দ্রে ভোট গণনা কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, অস্ত্র ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় আড়াই হাজার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করে মামলা করেছে পুলিশ।
পত্নীতলা থানার ওসি তদন্ত হাবিবুর রহমান জানান, গত বুধবার ঘোষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের ফলাফল নিয়ে সংঘর্ষ করে সমর্থকরা। এসময় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা স্ট্রাইকিং ফোর্স ও পত্নীতলা থানার কর্মকর্তা পুলিশ সদস্যদের নিয়ে কেন্দ্রে দায়িত্বরতদের উদ্ধার করতে যায়। এসময় উত্তেজিত জনতা পুলিশের একটি পিকআপ ও রিকুইজিশন করা একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৮ রাউন্ড গুলি বর্ষণ করে পুলিশ। সংঘর্ষ চলাকালে এক পুলিশ সদস্যের কাছ থেকে একটি শটগান ও ২০ রাউন্ড গুলি ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এরই মধ্যে মামলায় প্রধান অভিযুক্ত আসামি ঘোষনগর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসময়ে ফারজানার স্বামী মতিউর রহমানসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়।