পটুয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ
- আপডেট সময় : ০২:৪৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / ১৭০১ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বনানী এলাকায় বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ।
বেলা ১১টার দিকে ঘটে এ ঘটনা। এ সময় পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে শহরের বনানী এলাকার দলীয় কার্যালয়ে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নেতা আবদুল আউয়াল মিন্টুর বক্তব্য চলাকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান আরিপের নেতৃত্বে বিএনপির সমাবেশে হামলা চালায় ছাত্রলীগ। এ সময় উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এ খবর ছড়িয়ে পড়লে জেলা যুবলীগ ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ঘটনাস্থলে পৌঁছলে পুনরায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড কাদানে গ্যাস ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় উভয় দলের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ নিয়ে জেলা বিএনপির অভিযোগ, তাদের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে।