পটুয়াখালী থেকে ভুয়া ডিজিএফআই সদস্য আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ১৮৩৫ বার পড়া হয়েছে
পটুয়াখালী থেকে এক ভুয়া ডিজিএফআই সদস্যকে আটক করেছে রেব।
রেব জানায়, গকতালে রাতে অভিযুক্ত ইমাম হাসানকে পটুয়াখালীর সবুজবাগ থেকে তাকে আটক করা হয়। সে বাংলাদেশ বিমান বাহিনীর একজন বহিষ্কৃত সদস্য। গ্রেফতারকৃত ইমাম হাসান ২০২১ সালের নভেম্বরে বিমান বাহিনীতে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩০ জন যুবককে আটকে রাখা এবং টাকা দাবির সাথে জড়িত থাকায় একবার গ্রেপ্তার হয়েছিলো। গত ২৮ ফেব্রুয়ারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওর সূত্র ধরে তাকে আটক করে রেব। সেখানে দেখা যায় ইমাম হাসান ডিজিএফআই কর্মকর্তার পরিচয় দিয়ে একজনকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করছেন।