পটুয়াখালীতে ২৪ ঘন্টায় ২১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭১৪ বার পড়া হয়েছে
গভীর স্থল নিম্নচাপে পটুয়াখালীতে গত তিন দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ২২১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
বৈরি আবহাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির পানিতে তলিয়ে আছে আমন ক্ষেত। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা। গভীর স্থল নিম্নচাপে উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বেড়েছে নদ-নদীর পানির উচ্চতা ও বাতাসের গতিবেগ। উপকূলে ঝড়ো হাওয়ার আশংকায় পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিরাপদে থাকতে বলা হয়েছে মাছধরার ট্রলার সমূহকে।