পঞ্চাশ বছর পূর্তিতে বেঙ্গল কর্পোরেট লীগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
পঞ্চাশ বছর পূর্তিতে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান- বেঙ্গল গ্রুপ আয়োজন করলো, বেঙ্গল কর্পোরেট লীগ, টি-টুয়েন্টি প্রতিযোগিতা।
ঢাকার উত্তরা ১৪ নম্বর সেক্টর খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি। অনুষ্ঠানে বেঙ্গল গ্রুপের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন ও পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সাফল্যের সঙ্গে পঞ্চাশ বছর অতিক্রম করায়, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান মোরশেদ আলম। তিনি বলেন, বেঙ্গল গ্রুপ প্রতিশ্রুতিতে শতভাগ বিশ্বাসী বলেই আজ সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বেঙ্গল কর্পোরেট লীগ, টি-টুয়োন্টি প্রতিযোগিতায় পনেরটি দল অংশগ্রহণ করে।