তফশিল ঘোষণার সাথে সাথেই পঞ্চগড় পৌরসভায় শুরু হয়েছে নির্বাচনী আমেজ।ওয়ার্ডে-ওয়ার্ডে মিটিং, শো-ডাউন, উঠোন বৈঠকে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থীরা। দলীয় মনোনয়নের জন্য দৌঁড়-ঝাপ শুরু করেছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা। ক্ষমতাসীন দলে একাধিক থাকলেও, বিএনপিতে এখন পর্যন্ত মাত্র একজন নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
২৮ ডিসেম্বর পঞ্চগড় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তফশিল ঘোষণার পর পরই পৌর এলাকায় নির্বাচনী আমেজ চলে এসেছে। প্রচারনা শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তবে, মেয়র প্রার্থীরা ছুটছেন দলীয় মনোনয়নের জন্য। ক্ষমতাসীন দল আওয়ামী লীগে সম্ভাব্য মেয়র প্রার্থী পাঁচ জন।
বিএনপি থেকে এখন পর্যন্ত প্রার্থী হিসেবে শুধু বর্তমান মেয়র তৌহিদুল ইসলামের নাম জানা গেছে। এর আগেও পাঁচ বার মেয়র ছিলেন তিনি। এদিকে, প্রত্যেক ওয়ার্ডে ২০ জনেরও বেশি প্রার্থী কাউন্সিলর পদে মাঠে নেমেছে। উৎসবমুখর নির্বাচনের আশা করছে সাধারণ ভোটাররা।
এবার ইভিএমের মাধ্যমে ভোট নেয়া হবে। ভোটারদের প্রশিক্ষণ দেয়ার প্রস্তুতি নিচ্ছে জেলা নির্বাচন কমিশন। পঞ্চগড় পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৯ জন। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ১‘শ একান্ন এবং নারী ১৭ হাজার ৮শ আটান্ন জন।