পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
পঞ্চগড়-ঢাকা মহাসড়কে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু হয়েছে।
দুপুরে পঞ্চগড় সদর ইউনিয়নের পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের জগদল ঠুটাপাখুরী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে রাশেদুল ও শাহিন মোটরসাইকেল যোগে পঞ্চগড়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রিফাত ও জনির মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে রাশেদুল ও রিফাত নিহত হন।
বরগুনার আমতলী উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন।