পঞ্চগড়ে সয়াবিন তেলের কৃত্রিম সংকট
- আপডেট সময় : ০৫:৩৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে সয়াবিন তেলের কৃত্রিম সংকটে বাড়তি দর হাঁকছেন দোকানীরা। তেল কিনতে গিয়ে তেল ছাড়াই ফিরে আসতে হচ্ছে অন্য পণ্য কিনে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। দোকানদারেরা দুষছেন ডিলারদের। একই পদ্ধতিতে তেল কিনতে হচ্ছে খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের।
পঞ্চগড়ের বেশির ভাগ দোকানে নেই সয়াবিন তেল। সরববাহ কম থাকায় বেড়েছে তেলের দাম। বাজরে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা দরে।
নিজেদের সব পণ্য বিক্রি করতে এখন নতুন পন্থা অবলম্বন করছেন বেশিরভাগ দোকানীরা। তেলের সঙ্গে অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, দুর্বল বাজার তদারকি ব্যবস্থা সিন্ডিকেট তৈরিতে সাহায্য করছে।
অপরদিকে, দোকানদার বলছেন, সয়াবিন তেলের সঙ্গে নিত্যপণ্য গছিয়ে দিচ্ছেন ডিলাররা। ফলে দোকানীরাও বাধ্য হচ্ছেন একইভাবে পণ্য বিক্রিতে।
বাজারে মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক এবং সেই সঙ্গে বাজার মনিটরিং জোরদার করার ওপর জোর দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সয়াবিন তেলের কৃত্রিম সংকটে মিল মালিকদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা উচিত বলে মত সর্বস্তরের।





















