পঞ্চগড়ে দিন দিন বেড়েই চলছে নানা অপরাধ প্রবণতা
- আপডেট সময় : ১১:২৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে দিন দিন বেড়েই চলছে নারী নির্যাতন, ধর্ষণ, খুন, অপহরণ,ছিনতাইসহ নানা অপরাধ প্রবণতা। প্রভাবশালীদের দ্বৈত ভূমিকা এবং এক শ্রেণীর দালালের কারণে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। এতে আইনশৃঙ্খলা বাহিনী যেমন ভুমিকা রাখতে পারছে না তেমনি সুশীল সমাজেও অস্থিরতা বিরাজ করছে।
গত কয়েক মাসে নানা অপরাধের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পঞ্চগড়ে। দু’মাসে অন্তত ২০টি ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে এ জেলায়।প্রভাবশালী মহল ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে আসামীদের কাছ থেকে মোটা অংকের টাকা বিনিময়ে মামলায় প্রভাব বিস্তার করছে । সালিশের মাধ্যমে মীমাংসার জন্য এই চক্র বিচার প্রার্থীদের হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা ।
এদিকে প্রভাবশালীদের চাপে আপোষের নামে অর্থের বিনিময়ে মামলা থমকে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলার বিশিষ্ট নাগরিকরা। তবে আদালতে বিচার কার্যক্রম দ্রুত গতিতেই সম্পন্ন হচ্ছে বলে জানালেন পঞ্চগড় জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ।আদালতের বাইরে নারী শিশু নির্যাতন ও হত্যা মামলার মীমাংসা সম্পূর্ণ বেআইনী বলে জানান পুলিশ সুপার। ২০১৯ সালের শুরু থেকে গত ৯ মাসে নারী ও শিশু ট্রাইবুনাল আদালতে মামলা হয়েছে ৫৯৪ টি।