পঞ্চগড় সীমান্তে রেড এলার্ট জারি করেছে বিজিবি
- আপডেট সময় : ০৮:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
- / ১৬০৭ বার পড়া হয়েছে
পঞ্চগড় সীমান্তে রেড এলার্ট জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এদিকে,যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ প্রতিরোধে সতর্কতা জারি করা হয়েছে। পঞ্চগড় সীমান্তে রেড এলার্ট জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।দেশের চলমান পরিস্থিতির মধ্যে অনুপ্রবেশ ও দুর্বৃত্তদের পালিয়ে যাওয়া ঠেকাতে কড়া নজরদারিসহ রেড এলার্ড জারি করা হয়েছে বলে জানায় বাহিনীটি। ইতোমধ্যে পঞ্চগড় সীমান্তে টহলও বৃদ্ধি করেছে বিজিবি। অপরদিকে, সীমান্তের ওপারে টহল জোরদার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ প্রতিরোধে সতর্কতা জারি করেছে বিজিবি । এরইমধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ বন্দর এলাকাসহ স্থল ও রেলপথে বাড়ানো হয়েছে নজরদারি। যশোর ব্যাটালিয়নের ৪৯ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এসব সীমান্ত দিয়ে আওয়ামী লীগের কোন জনপ্রতিনিধি যেন অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ না করতে পারে, এজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সাতক্ষীরার ২৭৮ কিলোমিটার সীমান্ত জুড়ে নিছিদ্র নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বিজিবি। একই সাথে সীমান্ত দিয়ে আওয়ামী লীগের কোন জনপ্রতিনিধি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ না করতে পারে, এজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তের পাশাপাশি ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা।