লোকবল ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি পঞ্চগড় সদর হাসপাতালে
- আপডেট সময় : ০১:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- / ১৮৯৪ বার পড়া হয়েছে
লোকবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে জোড়াতালি দিয়ে চলছে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল। নোংরা পরিবেশ আর খাবারের অব্যবস্থাপনা কারণে অতিষ্ঠ অসুস্থ ব্যক্তিরা। কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত দেড়শ শয্যার হাসপাতাল ভবনের কাজ শেষ হলে দূর্ভোগ কমতে পারে।
পঞ্চগড়ের প্রায় ১২ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল। একশ শয্যার হাসপাতালটিতে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম না থাকায় কাঙ্খিত সেবা পাচ্ছে না রোগীরা।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সেবা নিশ্চিত করতে চেষ্টা করছেন জানিয়ে এ সেবিকা বলেন, আড়াইশ শয্যার হাসপাতালের কার্যক্রম শুরু হলে সমস্যা কেটে যাবে।
এদিকে প্রায় ৫৭ কোটি টাকা ব্যয়ে অতিরিক্ত দেড়শ শয্যার হাসপাতাল ভবন নির্মানের কাজ প্রায় শেষ দিকে। পঞ্চগড় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, নির্ধারিত সময়ের আগেই ভবনটি সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে।
হাসপাতালে সেবার ঘাটতির কথা স্বীকার করে সিভিল সার্জন জানান, চল্লিশ ভাগ চিকিৎসক ও পঞ্চাশ ভাগ জনবল ঘাটতি নিয়ে জেলার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
শুধু হাসপাতাল ভবন হলেই জেলার স্বাস্থ্য সমস্যার সমাধান হবে না, জনবল সংকট নিরসন করাই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তিনি।