পঞ্চগড়ে আলুর বাম্পার ফলন
- আপডেট সময় : ১১:১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ১৭৬২ বার পড়া হয়েছে
আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে উত্তরের জেলা পঞ্চগড়ে আলুর বাম্পার ফলন হয়েছে। গত বছরের তুলণায় এবার আলুর দাম দ্বিগুনেরও বেশি পাওয়ায় স্থানীয় আলু চাষীরা বেশ খুশি। স্থানীয় চাষীরা বলছেন, কৃষি বিভাগ চাষীদের ভালোমানের বীজ আলু সরবরাহ করলেও আগামীতে আলুর উৎপাদন আরও বাড়বে।
স্থানীয় চাষীরা বলছেন, চলতি মৌসুমে দেশীয় প্রজাতিসহ উন্নত জাতের সানসাইন,কার্ডিনাল, ডায়মন্ড, কাস্টারিক্স জাতের আলু চাষ করা হয়েছে।
গতবারের চেয়ে এবার আলুর দাম দ্বিগুনেরও বেশি হওয়ায় মাঠ পর্যায়ে চাষীদের কাছ থেকে সরাসরি আলু কিনছেন স্থানীয় ব্যবসায়ীরা। হিমাগারে সংরক্ষণ ও পার্শ্ববর্তী জেলায় বিক্রির জন্য পাইকারেরা ছুটছেন মাঠের পর মাঠ।
চাষীরা বলছেন, সরকারি-বেসরকারি পর্যায় থেকে আলু চাষীদের উন্নতমানের বীজ আলু সরবরাহ করলে আগামী আলুর আবাদ যেমন বাড়বে তেমনি অধিক ফলন উৎপাদন করা সম্ভব হবে।
এদিকে স্থানীয় আলু ব্যবসায়ী ও হিমাগার ব্যবসায়ীরা বলছেন, বাজারে দাম বেশি হওয়ায় অনেকেই আলু সংরক্ষণ করতে স্থানীয় হিমাগার গুলোতে ভিড় করছেন।
আর জেলা কৃষি বিভাগ বলছেন, আলুর ভালো দাম পাওয়ায় আগামী মৌসুমে আলুর আবাদ আরও সম্প্রসারিত হবে।
চলতি মৌসুমে জেলায় ৯ হাজার ৮শ ৫৭ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। আলু উৎপাদিত হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬শ ৬৮ মেট্রিকটন ।