নড়াইলে পুলিশের সামনে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থের ৯ দিন পর মামলা করেছে পুলিশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
নড়াইলে পুলিশের সামনে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থের ৯ দিন পর মামলা করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে তারা।
সোমবার রাতে আলাদা আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
ফেসবুকে ভারতের ক্ষমতসীন দল বিজেপি থেকে বহিষ্কৃত নূপুর শর্মার সমর্থনে কলেজের এক হিন্দু শিক্ষার্থীর পোস্টকে কেন্দ্র করে গুজব ছড়ানো হয়।
বলা হয়, ওই শিক্ষার্থীর পক্ষ নিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস। এ ঘটনায় গত ১৮ জুন দিনভর নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও সহিংসতা চলে। এরপর, পুলিশ পাহারায় ওইদিন বিকেল ৪টার দিকে স্বপন বিশ্বাসকে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়ার সময় তার গলায় জুতার মালা পরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।