নড়াইলে এক নারীকে হত্যার দায়ে ঘাতক সেলিমের ফাঁসির আদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
নড়াইলে এক নারীকে হত্যার দায়ে ঘাতক সেলিমের ফাঁসি এবং তার মাসহ অপর প্রতিবেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সকালে নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান এ আদেশ দেন। ২০১৪ সালের ১৭মে আসামি সেলিম সরদার ব্র্যাক ব্যাংকের ম্যানেজারের টাকা ছিনতাই করেন। ঘটনাটি প্রতিবেশি হালিমা বেগম দেখে স্থানীয় লোকজনকে জানান। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে সেলিমের মা আসামি মোমেনা বেগম ভূক্তভোগী হালিমাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসেন। কথাকাটির এক পর্যায়ে সেলিম সরদার কোদাল দিয়ে হালিমার মাথায় আঘাত করেন। এ সময় সেলিমের মা মোমেনা বেগম এবং অপর আসামি সাজ্জাদ খান হালিমাকে কিল, লাথিসহ মারধর করে। আহত হালিমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।