নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া সাহাপাড়ায় বাড়িঘর, মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন জেলা জাতীয় পার্টির নেতারা।
দুপুরে এসব এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন তারা। এসময় ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত বিচারের দাবি জানানো হয়। পরিদর্শন দলে জেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, সাধারণ সম্পাদক সিকদার হাদিউজ্জামান, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাফায়েত হোসেন, সাধারণ সম্পাদক তাহাজ্জত হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।