ঢাকার চারপাশের নৌ-চলাচলে বাধা সৃষ্টিকারী ব্রীজগুলোকে ভেঙ্গে আরো উঁচু করে নতুনভাবে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
দুপুরে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ঢাকার চারপাশের নদী দখলমুক্ত, দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধির জন্য গঠিত মাস্টারপ্ল্যান কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় ঢাকার চারপাশে নদীর ৯০ শতাংশ দখলমুক্ত হয়েছে এবং কিছু জায়গায় মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান থাকায় জটিলতা রয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, করোনার কারণে নদী দখলমুক্ত, দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধির কাজে কিছুটা ধীর গতি এলেও অবৈধভাবে দখলকৃতদের উচ্ছেদ করে দখল মুক্ত করা হবে বলে জানান তিনি।