নৌকাডুবির ঘটনায় চতুর্থ দিনের মত উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনায় চতুর্থ দিনের মত উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের লোকজন ।
সকাল থেকেই উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত টিম লিডার আসাদুজ্জামান ।
মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে খোলা তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী এখনো ৪ জন নিখোঁজ রয়েছেন। সব মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।
উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনার দিন থেকে গতরাত পর্যন্ত ৬৮টি মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ৩১ নারী, ১৬ জন পুরুষ ও ২১ শিশুর মৃত্যু হয়।