নোয়াখালী হাসপাতালে কর্মকর্তাকে লাঞ্ছিতের প্রতিবাদ ২য় দিনের মতো কর্মবিরতি
- আপডেট সময় : ০৫:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
নোয়াখালী জেনারেল হাসপাতালে তত্বাবধায়ককে লাঞ্চিত করার প্রতিবাদে ডাক্তার, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের ২য় দিনের মতো কর্মবিরতি চলছে।
টেন্ডার ড্রপকে কেন্দ্র করে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: হেলাল উদ্দিনকে লাঞ্ছিতের প্রতিবাদে ডাক্তারসহ অন্য স্টাফরা ২য় দিনের মতো কর্মবিরতি পালন করছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জরুরী বিভাগ ও সেবা চালু রাখার দাবি জানালেও ওষুধ-চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তিতে রোগীরা।
অনেকেই ছুটছেন বেসরকারি হাসপাতালে। সকাল থেকে চিকিৎসা সেবার দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ করে রোগীর স্বজনরা।
সকালে কর্মস্থলে ডাক্তার-নার্সদের নিরাপত্তা ও তত্ত্বাবধায়কের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে হাসপাতাল চত্বরে মানববন্ধন করেছে ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা। ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীরা গ্রেফতার না হলে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারী তাদের।
হামলার ঘটনায় হাসপাতালে আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম ৫ জনের নাম উল্লেখসহ ৭০ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন বলে জানান এই কর্মকর্তা।
অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবী ভুক্তভোগীদের।