নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলের ছাদ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
- / ১৫৯০ বার পড়া হয়েছে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাদ থেকে আপ্রুসী মারমা নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আত্মহত্যা করেছেন বলে আবাসিক হলের শিক্ষার্থীরা জানান। গতকাল রাত ১২টার দিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল আবাসিক হলের ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে রাত ১১টার দিকে মারমার মরদেহ দেখে প্রশাসনকে খবর দেন শিক্ষার্থীরা। আপ্রুসী মারমা ওই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
মারমার রুমমেট নিজাম উদ্দিন বলেন, মারমা মালেক উকিল হলে খাবার খেতে যায়। কখন সে এমন ঘটনা ঘটিয়েছে তা কেউই বুঝতে পারছে না।
সুধারাম থানার ওসি মিজান পাঠান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের পাঠায়। ময়না তদন্তের পর এ ঘটনায় আইন গত ব্যবস্থা নেয়া হবে।