নোয়াখালীর সোনাইমুড়ী থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ী থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধুর বাবা আমিন মিয়া জানান, ননদসহ শ্বশুর বাড়ির লোকজন আইরিনের চিকিৎসা খরচ ও যৌতুক বাবদ ৫ লাখ টাকা দাবি করে আসছিল। এ নিয়ে তার সাথে বিরোধ সৃষ্টি হয় এবং আইরিনকে তারা মারধর করে। পুলিশ জানায়, নিহতের ননদ সাথী আক্তার সকাল ৬টার দিকে ভাবির কক্ষের সামনে গিয়ে তাকে ডাকাডাকি করে। তখন কোনো সাড়া না পেলে দরজা ভেঙ্গে দেখতে পায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ। পরে খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।