নোয়াখালীর কানকিরহাট বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী সেনবাগ উপজেলার কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী- ২ আসনের সংসদ সদস্য ও সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোরশেদ আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, লায়ন জাহাঙ্গীর আলম মানিক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইউনুস পাটোয়ারী বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির ও পৌর মেয়র আবু নাছের দুলালসহ আরো অনেকে।পরে বিভিন্ন প্রতিযোগিতায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।