নোয়াখালীতে ১৪ দলের মন্দির ও দোকান-পাট ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর চৌমুহনীতে মন্দির দোকান -পাট ভাঙচুর ঘটনায় বিভিন্ন মন্দিরের ঘটনাস্থল পরিদর্শন শেষে মতবিনিময় সভা করেন ১৪ দলের কেন্দ্রীয় নেতারা।
দুপুরে ভাঙচুর হওয়া বিভিন্ন মন্দির পর্যবেক্ষণ শেষে নোয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা – ৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, রাজশাহী -২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ সহ ১৪ দলের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জেলা আওয়ামিলীগের আহ্বায়ক খায়রুল আনাম সেলিমের সভাপতিত্বে সঞ্চালনা করেন জেলা আওয়ামিলীগের যুগ্ম-আহ্বায়ক শহীদুল্ল্যা খান সোহেল।























