নোয়াখালীর সেনবাগে মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০১:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৯১ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া আছিরা খাতুন উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে এ আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
খাজুরিয়া আছিরা খাতুন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিসুর রহমান তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মো. মোরশেদ আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দিপু, এস এ গ্রুপের কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর, কেশারপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক সুমন প্রমূখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।