নোয়াখালীর যুবলীগ নেতা রনি হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮০১ বার পড়া হয়েছে
নোয়াখালীর চাটখিল পৌর যুবলীগ নেতা রনি হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে রেব। এ সময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রেব-১১’এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। বিজ্ঞপ্তিতে বলা হয়, টিক্কা বাড়ির বাগানে রনির গলাকাটা মরদেহ পাওয়ার খবর শুনে স্ত্রী ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করেন। পরে তিনি চাটখিল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার পর রেব ছায়া তদন্ত শুরু করে। তদন্তে খোকনের নাম আসে। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় উপজেলার হালিমা দিঘীর পাড় এলাকা থেকে খোকনকে গ্রেফতার করা হয়।