নোয়াখালীতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
নোয়াখালীতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আনোয়ার হোসেন ইউছুফ নিহত হয়েছে।
গেলরাত পোনে ৩টার দিকে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে বীরকোর্ট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জে অভিযান চালিয়ে ইউছুফকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে বীরকোর্ট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড পিস্তলের গুলি, চারটি তাজা কার্টুজ এবং সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ইউছুফের নামে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।
















