নোয়াখালীতে গত কয়েক দিন ধরেই দেখা মিলছে সূর্যের
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
নোয়াখালীতে গত কয়েক দিন ধরেই দেখা মিলছে সূর্যের। এতে পরিস্থিতির উন্নতি হলেও বন্যার পানি নামছে খুবই ধীরগতিতে। তাই পানিবন্দি মানুষ রয়েছেন অস্বস্তিতে।
তবে পানি কিছুটা কমায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে অনেকে। এর আগে বন্যার পানি বৃদ্ধির গতি এতটাই দ্রুত ছিলো যে অধিকাংশ পরিবার ঘরের প্রয়োজনীয় দ্রব্যাদি সরানোর সুযোগও পায়নি। তবে ধীরগতিতে হলেও পানি কমতে শুরু করায় বন্যার্তদের মাঝে আতঙ্ক কমেছে। এদিকে, এমন পরিস্থিতির মধ্যে জেলায় ডায়রিয়া ও বিভিন্ন পানি বাহিত রোগ দেখা দিচ্ছে। বেসরকারি অনেক সংস্থা ফ্রি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে।