নোয়াখালীতে আ’লীগের স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতরাতে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়ার কাঁচি প্রতীকের এজেন্ট ছিলেন তিনি। পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব মির্জানগর গ্রামের নিজ বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় শাহেদুজ্জামানের মরদেহ পড়ে থাকতে দেখে সাথে সাথে বিষয়টি সোনাইমুড়ী থানা-পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নিয়ে যায়। সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, কে বা কারা শাহেদুজ্জামানকে খুন করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।