বিশ্বসেরা টেনিস তারকা নোভাক জকোভিচকে নিয়ে অস্ট্রেলিয়ার নাটক অব্যাহত। দ্বিতীয়বার ভিসা বাতিলের পর আপিলের সুযোগ থাকলেও তার আগে আরও একবার জকোভিচকে আটক করেছে অস্ট্রেলিয়া।
নতুন করে আটক হওয়ায় জোকোভিচের মেলবোর্নে থাকা নিয়েই এখন তৈরি হয়েছে শঙ্কা। রোববার তার আবেদনের শুনানির কথা রয়েছে। সেখানেই নিষ্পত্তি হবে টিকা নিয়ে জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারবেন কি না। আবেদনের শুনানিতে হেরে গেলে না খেলেই দেশটি ছাড়তে হতে পারে তাকে। পাশাপাশি তিন বছর অস্ট্রেলিয়ার ভিসা পাবেন না জকোভিচ। এদিকে, আটক হওয়া জকোভিচের প্রতি সমবেদনা জানিয়েছিলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। আর ভিসা বিতর্কে জোকোর প্রতি সহানুভূতি ঝরেছে জাপানি টেনিস তারকা নাওমি ওসাকার কণ্ঠে।