নেপালে বন্যা ও ভূমিধসে অন্তত ৩৩ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৩:৩২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
নেপালের পশ্চিমাঞ্চল জুড়ে বন্যা ও ভূমিধসে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে উত্তর-পশ্চিমের কারনালি প্রদেশে প্রবল বৃষ্টিপাতের পর দেখা দেয়া বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক’শ বাড়িঘর।
এখনো নিখোঁজ রয়েছেন ২২ জন এবং আহত হয়েছেন বহু মানুষ। অবিরাম বৃষ্টিতে পার্বত্য এলাকায় পৌঁছাতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন উদ্ধারকর্মীরা। পুলিশের এক মুখপাত্র বলেছেন, আটকে পড়া লোকজনকে উদ্ধারে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে। আবহাওয়া প্রতিকূলে থাকায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। সবচেয়ে বেশি মানুষ নিখোঁজ হয়েছে কালিকট জেলা থেকে। গত সপ্তাহে প্রবল বৃষ্টির সতর্কতা জারির পর কয়েক হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়। নেপালের জরুরি বিভাগ জানিয়েছে, কারনালি প্রদেশের কয়েকটি এলাকায় কারনালি নদীর পানি ১২ মিটারেরও বেশি বৃদ্ধি পেয়েছে।