নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪৩ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৬০০ বার পড়া হয়েছে
নেপালে টানা তিন দিনের ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৩০ জন।ভূমিধসে আহত হয়েছেন ২৪ জনেরও বেশি ।
রাজধানী কাটমন্ডু থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে পশ্চিমাঞ্চলের একটি গ্রামে বন্যার পানিতে আটকে পড়েছে অন্তত ৬০ জন। পুলিশ জানায়, খারাপ আবহাওয়া এবং ক্রমাগত বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ধানের ক্ষেত। উপচে পড়া পানিতে সেতু, সড়ক এবং বাড়িঘর ভেসে গেছে। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েক দিনে আরও বৃষ্টিপাত হতে পারে।