নেদারল্যান্ডসে আটক কয়েকহাজার পরিবেশ আন্দোলনকারী
- আপডেট সময় : ১১:২৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৩০ বার পড়া হয়েছে
সরকারের নীতির বিরুদ্ধে দুই ধরে হাইওয়ে আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা। পুলিশ তাদের আটক করেছে।
শনি এবং রোববার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় নেদারল্যান্ডসের রাস্তা। হেগ যাওয়ার হাইওয়ে কার্যত বন্ধ হয়ে যায়। হাজার হাজার পরিবেশ আন্দোলনকারী সেখানে পৌঁছে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পরিবেশকর্মীদের দাবি, নেদারল্যান্ডেসর সরকার মানুষের করের টাকা ব্যয় করছে খনিজ তেল উত্তোলনকারী সংস্থাগুলির পিছনে। তাদের বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
শনিবার মিছিলে জলকামান ছোঁড়া হয়। পরে রীতিমতো বলপ্রয়োগ করে পুলিশ দুই হাজার ৫০০ কর্মীকে গ্রেপ্তার করে। কিন্তু তাতেও দমে যাননি আন্দোলনকারী। রোববার ফের তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
রোববার অন্তত পাঁচশ জনকে একইভাবে আটক করা হয়। পরিবেশকর্মীরা জানিয়েছেন, সোমবার ফের তারা একত্রিত হবেন এবং বিক্ষোভ প্রদর্শন করবেন।
হেগের মেয়র জানিয়েছেন, পরিবেশকর্মীদের আন্দোলনের জন্য সেন্ট্রাল স্টেশনে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তারা হাইওয়ে আটকে বিক্ষোভ দেখাতে শুরু দেন। তা-ই বাধ্য হয়েই বলপ্রয়োগ করতে হয়েছে। তিনি জানিয়েছেন, আন্দোলন গণতান্ত্রিক অধিকার। সরকার তাতে বাধা দিচ্ছে না। কিন্তু হাইওয়ে বন্ধ করা যাবে না।
আন্দোলনকারীদের বক্তব্য, গোটা বিশ্বে খনিজ তেল ব্যবহারের প্রবণতা যখন কমছে, তখন নেদারল্যান্ডসের সরকার একাধিক খনিজ তেল উত্তোলনকারী সংস্থাগুলিকে ভর্তুকি দিচ্ছে। যে অর্থ সরকার ব্যয় করছে, তা সাধারণ মানুষের করের টাকা। একাজ করা যায় না। এটা অন্যায়। সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশিত হযেছে যে, নেদারল্য়ান্ডস এই কোম্পানিগুলিকে সব মিলিয়ে প্রায় ৩৭ বিলিয়ন ইউরো ভরতুকি দেয়। এরই প্রতিবাদে শুরু হয়েছে বিক্ষোভ।
ডয়চে ভেলের শীর্ষ সংবাদ