নেত্রকোনায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে দুই বছরের শিশুর মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
নেত্রকোনায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে নিলয় সরকার নামে দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
সকালে সদর উপজেলার বাংলা ইউনিয়নের ময়মনসিংহ রুই গ্রামের নিজ বাড়ীর পাশে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। সকালে বাড়ির লোকজন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জের রহমতগঞ্জে খড়ের পালার ভিতরে লুকিয়ে রাখা ১ কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে খড়ের পালার মালিক গরুকে খড় খাওয়ানোর জন্য খড় ছাড়াতে গেলে মৃতদেহটি দেখতে পায়। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ থানা পুলিশ। তার গলায় অন্যের পড়নের গেঞ্জি প্যাচানো রয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।




















