নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের নিচে চাপায় এক শিশু নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের নিচে চাপায় এক শিশু নিহত হয়েছে।
নিহত শিশু ফাইজা আক্তার ইমুর পরিবার জানায়- সকালে রাস্তায় পাশে খেলা করছিল সে। এসময় রাস্তা পার হতে গিয়ে পিছন থেকে দূর্গাপুর গামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনা স্থলেই মৃত্যু হয় তার। দূর্ঘটনার পর থেকে উত্তেজিত জনতা প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পূর্বধলা থানার ওসি শিবিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।