নেত্রকোণায় বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৌলভীবাজারের রাজনগরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, পৌরসভার নাগড়ায় রুহুল আমীনের বাসার চতুর্থ তলায় বাবা আবদুল কাইয়ুম ও দুই বছরের ছেলে আহনাব শাকিলের মরদেহ পাওয়া গেছে। ভোর ৫টার দিকে পাশের রুমে স্বামী ও সন্তানের ঝুলন্ত মরদেহ দেখতে পান গৃহকত্রী। স্বামী-সন্তানের মরদেহ নিজ উদ্যোগে নিচে নামিয়ে রাখেন। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে পুলিশে খবর দেয় তারা।
এদিকে, পূর্ব শত্রুতার জেরে মৌলভীবাজারের রাজনগরে আব্দুল মালিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপালে গুরুতর আহত হন তিনি। রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ সময় তাজুল নামে এক যুবক সাহায্যোর জন্য এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।