নেত্রকোণার দুর্গাপুরে আদিবাসীদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব পালিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:২০ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণার দুর্গাপুরে আদিবাসীদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব পালিত হয়েছে।
দুর্গাপুর বিরিশিরি কালচারাল একাডেমী প্রাঙ্গনে উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আয়োজনে এই উৎসব পালিত হয়। জেলা প্রশাসক কাজি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, স্বাগত বক্তব্য দেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক ও গীতিকার সুজন হাজং, শুভেচ্ছা বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব উল আহসান। এছাড়াও আলোচনা সভায় উপজেলার আদিবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।