নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৫৫ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে মাদারীপুর, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জে ৫৫ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীর অভিযানে ৪০ কেজি ইলিশ ও ৪৫ হাজার মিটার মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। অপরাধে ২৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
সিরাজগঞ্জের বেলকুচির যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ১৯ জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সকালে প্রত্যেককে ৭ দিন করে কারাদন্ডের পর কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা ৩০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
মানিকগঞ্জে পদ্মা নদীর অংশে ইলিশ শিকারের দায়ে ১ লাখ ৮০ হাজার পাঁচশত মিটার কারেন্ট জালসহ ১১ জেলেকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডসহ ৫৯ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।