নিষেধাজ্ঞা অমান্য করে চৌহালীর যমুনা নদীতে ইলিশ শিকার
- আপডেট সময় : ০৪:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর উমারপুর ও শৈলজানা পয়েন্টে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ৭ জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার রাতব্যাপী অভিযান চালিয়ে ৭ জেলেকে ৩০ দিন করে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। এ সময় ১১ হাজার মিটার কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয়। অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেনসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
গভীর রাত পর্যন্ত মাদারীপুরের শিবচরের পদ্মানদী ও চরাঞ্চলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করেছে। প্রত্যন্ত চরাঞ্চলের কাশবনের মাঝে গড়ে উঠা ২টি ইলিশ বিক্রির আস্তানা ধ্বংস করা হয়।
চাঁদপুরের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় ৩২ জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৮ জেলেকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বাকি আরো ২২ জেলেকে চারটি মামলা দায়ের করেন চাঁদপুর নৌপুলিশ। জব্দকৃত ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।