নিষিদ্ধ হলেন লিওনেল মেসি। অনুমতি ছাড়া সৌদি আরব যাওয়ায় ফরাসি ক্লাব পিএসজি থেকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তার উপর। এ সময় পিএসজির হয়ে কোন ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না তিনি। ফরাসি গণমাধ্যম দাবি, এমন কান্ডে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে না পিএসজি কর্তৃপক্ষসৌদি আরবে লিওনেল মেসির ছবি দেখে যেমনি অবাক হয়েছিলেন সমর্থকরা, ঠিক তেমনি পিএসজি কোচ ক্রিস্টোফ গাল্টিয়েরও। লিগ চলাকালীন কোচের অনুমতি ছাড়াই যে মধ্যপ্রাচ্য ভ্রমন করেছেন বিশ্বকাপজয়ী তারকা
যে ভুলের মাশুলও গুনতে হচ্ছে এলএমটেনকে। ক্লাব থেকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হলেন লিওনেল মেসি। এই সময় পিএসজির হয়ে কোন ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না তিনি। পাবেন না কোনো আর্থিক সুবিধাও। এতে পিএসজির হয়ে দুই ম্যাচ মিস করতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা।
সৌদি আরব পর্যটন বোর্ডের শুভ্ছো দূত মেসি তাই লরিয়ে ম্যাচের আগে বাণিজ্যিক কার্যক্রমে অংশ নিতে মধ্যপ্রাচ্য ভ্রমনের অনুমতি চেয়েছিলেন তিনি। ফরাসি সংবাদ মাধ্যম লেকিপের মতে ম্যাচের ফলাফলের উপর সৌদি যাবার অনুমতি দিয়েছিলেন পিএসজি কোচ। তবে ম্যাচ হারে বদলে যা দৃশ্যপট।
হারের পর কোচের নির্দেশে সোমবার হয়েছে অতিরিক্ত অনুশীলন। কিন্তু মিস করেছেন মেসি। পরবর্তী অনুমতি ছাড়াই পরিবারসহ উড়াল দিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। তাতেই মেসির উপর বিরক্ত কোচিং স্টাফ।
সামনের মাসে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির গুঞ্জন মেসির এমন কাণ্ডে তার সঙ্গে আর চুক্তি নবায়নে আগ্রহ দেখাবে না পিএসজি কর্তৃপক্ষ।