নির্মাণ ত্রুটির কারণে তিন মাসের মধ্যেই ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ধ্বসে যায় ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের দুটি সেতু।প্রায় অর্ধকোটি টাকা ব্যায় নির্মিত এই সেতু দুটি এখন এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেতুর উপর বাঁশের সাঁকো দিয়ে ঝূঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয় মানুষ। এক দপ্তর আরেক দপ্তরকে দায় চাপালেও সংস্কারের উদ্যোগ নেয়নি কেউ।
২০১৮-১৯ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২ ও ৬নং ওয়ার্ডের খালের উপর নির্মাণ করা হয় দুটি সেতু। যার এক একটি ২৭ লাখ ৯৪ হাজার ২ শত ৫৬ টাকা ব্যায়ে নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপন ও ত্রাণ বিভাগ। অন্যটি নির্মিত হয় উপজেলা পরিষদের অর্থায়নে। তবে নির্মাণের তিন মাসের মধ্যেই ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে সেতু দু’টি ধ্বসে যাওয়ার পাশাপাশি সরে গেছে এর সংযোগ সড়কের দুপাশের মাটি।
এতে করে ওই ইউনিয়নের প্রায় সাড়ে সাত হাজার মানুষের চলাচলে নেমে এসেছে চরম ভোগান্তি। ব্রীজ ধ্বসে যাওয়ার কারণ হিসেবে নিম্নমানের নির্মাণকে দায়ী করছে ভুক্তভোগীরা। আর স্থানীয়রা সেতুর উপরে বাঁশের সাকোঁ স্থাপন করে চরম ঝূঁকি নিয়ে পারাপার হচ্ছেন।
এই মুহুর্তে সেতু দু’টি সংস্কারের কোন বরাদ্দ নেই বলে জানান এই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
ব্রিজ দুটি সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।