নির্বাচিত না হতে পারলে যুক্তরাষ্ট্রজুড়ে রক্তের বন্যা বয়ে যাবে : ডোনাল্ড ট্রাম্প
- আপডেট সময় : ১০:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ১৮১৫ বার পড়া হয়েছে
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত না হতে পারলে যুক্তরাষ্ট্রজুড়ে রক্তের বন্যা বয়ে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওহাইও অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ৭৭ বছর বয়সী ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।
এদিকে, দেশটির সংবাদ মাধ্যম সিএনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়- রক্তের বন্যা দিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট কী বোঝাতে চেয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের গাড়ি ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলার মধ্যে ট্রাম্প ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন। রিপাবলিকান পার্টির পক্ষে চূড়ান্ত মনোনীত ট্রাম্প বলেন, নভেম্বরের ৫ তারিখ যুক্তরাষ্ট্রের ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ। এসময় ট্রাম্প তার মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট জো বাইডেনকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেন। ট্রাম্প বলেন, চীন মেক্সিকোতে গাড়ি বানিয়ে তা আমেরিকাতে বিক্রি করছে। তিনি নির্বাচিত হলে মেক্সিকো এটি করতে পারবে না। আর যদি তিনি নির্বাচিত না হন তাহলে দেশজুড়ে রক্তের বন্যা বয়ে যাবে। চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।