নির্বাচন কেন্দ্র করে বাসে আগুন ও ভাঙচুর করলে খবর আছে : কাদের
- আপডেট সময় : ০১:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
সরকার আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে চায়, এই নির্বাচনে যারা বাধা দেবে তাদেরকে প্রতিহত করা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
কাদের আরও বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সরকার সব রকম সহযোগিতা করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে সামনে রেখে কেউ যদি বাসে আগুন দেয়, বাস ভাঙচুর করে, তাহলে খবর আছে। এদিকে বিএনপির পক্ষ থেকে কবির কবরে শ্রদ্ধা জানান, দলের যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ দলীয় নেতাকর্মীরা। পরে তিনি বলেন, জাতীয় নির্বাচন বাধাহীন করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি গ্রহণ করেছে। যা জাতির জন্য লজ্জাজনক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের হুঁশিয়ারির জবাবে বিএনপির এই নেতা বলেন, দিনের ভোট রাতে করতে চাইলে আওয়ামী লীগের খবর আছে।