নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ জাতীয় পার্টির প্রত্যাখ্যান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপকে জাতীয় পার্টিও প্রত্যাখ্যান করেছে। পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচন কমিশনের রোডম্যাপ মূল্যহীন। বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে জাতীয় ভূমিহীন সুরক্ষা পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আইন করে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানোর পক্ষে জাতীয় পার্টি। কেউ নির্দেশ অমান্য করলে যাতে কমিশন ব্যবস্থা নিতে পারে। কিন্তু বাস্তবে নির্বাচন কমিশনই ক্ষমতা চায় না। জাপা মহাসচিব বলেন, আওয়ামী লীগ ও বিএনপি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তারা সংঘাত, মারামারি করে ক্ষমতায় থাকতে চায়। মানুষ এখন দুই দলের বাইরে তৃতীয় দল হিসেবে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।