নির্বাচন কমিশন গঠন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি : হানিফ
- আপডেট সময় : ০৭:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যত কথাই বলুক না কেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে ঠিকই অংশ নেবে নেবে বিএনপি। বৃহস্পতিবার ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে ‘বঙ্গবন্ধু ও মহান বিজয়ের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
প্রধান অতিথির বক্তব্যে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করেন তিনি।
নির্বাচন কমিশন গঠন নিয়ে সুশীল সমাজের কিছু ব্যক্তি উস্কানী দিচ্ছে- এমন অভিযোগ করে বিএনপিকে রাষ্ট্রপতির উদ্যোগে সাড়া দেয়ার আহবান জানান আওয়ামী লীগের এই নেতা।
সচিবালয়ে “জাতির পিতা শেখ মুজিব” প্রামাণ্য গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
গণতান্ত্রিক রীতিনীতি সংহত করতে রাষ্ট্রপতির সংলাপকে ইতিবাচক বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।