নির্বাচন কমিশনার নিয়োগ আইনকে বিতর্কিত করতেই বিএনপি মনগড়া বক্তব্য দিচ্ছে: কাদের

- আপডেট সময় : ০৯:১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৫০১ বার পড়া হয়েছে
বিএনপি নির্বাচন কমিশনার নিয়োগ আইনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতেই মনগড়া বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার দাবি, বিএনপি মহাসচিবের এ ধরনের বক্তব্য দেশের গণতন্ত্র, জাতীয় সংসদের সকল এমপি এবং সংবিধান ও আইনের শাসনের প্রতি উপহাস। দুপুরে সরকারি বাসভবনে গণমাধ্যমে ব্রিফিংকালে একথা বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আর তথ্যমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করে কোটি কোটি টাকা খরচ করেছে।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে শুক্রবার গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, দেশের গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন আইন এক অনন্য মাইল ফলক।
নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে বিএনপি মহাসচিবের বিভিন্ন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের আইন ও সংবিধানের প্রতি কোন বিশ্বাস নেই বিএনপির।
এদিকে, সকালে সিলেট সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগের সাথে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বিদেশে বিএনপির লবিস্ট নিয়োগের সমালোচনা করেন তিনি।
বিএনপি এখন রাজনৈতিক নানা রোগে আক্রান্ত বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।