নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫০৭ বার পড়া হয়েছে
নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই। আওয়ামী লীগ যখন রাজপথে নামবে জনগণকে সঙ্গে নিয়েই নামবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, সরকার কেন এবং কার কাছে পদত্যাগ করবে? সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহবান জানান ওবায়দুল কাদের। বলেন, নৈরাজ্য সৃষ্টি করে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন কখনোই কার্যকর হবে না। তত্ত্বাবধায়ক সরকারের মীমাংসিত ইস্যু অযথাই মাতামাতি করে কোন লাভ হবে না বলেও জানান ওবায়দুল কাদের।