নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় অন্তর্বর্তীকালীন সরকার নষ্ট করবে না : প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০৯:২৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় অন্তর্বর্তীকালীন সরকার নষ্ট করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন- যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে সংলাপকালে একথা বলেন তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গা পূজায় কেউ যাতে নৈরাজ্য করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতেও ইসলামি দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। গত বৃহস্পতিবার থেকে সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান ও সংলাপ শুরু করে অন্তর্বর্তী সরকার। তারই প্রেক্ষিতে বিকেলে ইসলামী রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় সভায় বসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যমুনায় শুরু হওয়া এ সভায় অংশ নেন খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন এবং নেজামে ইসলাম পার্টির নেতারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব দেন চরমোনাইর পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। এর আগে খেলাফত মজলিসের নেতৃত্ব দেন দলের আমীর আবদুল বাছিত আজাদ। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব দেন দলটির আমির ইউসুফ আশরাফ।