নির্বাচনে ইভিএম পদ্ধতিতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে না

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
- / ১৬২৪ বার পড়া হয়েছে
সিটি নির্বাচনে ইভিএম পদ্ধতিতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে না বলে আবারো দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে চলমান আন্দোলনে গুম, খুন হওয়া পরিবারের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। মির্জা ফখরুল বলেন, হাইব্রিড ইজম দিয়ে আওয়ামী লীগ নিজেদের প্রার্থীদের বিজয়ী করে নিচ্ছে। এসময় জনগণের ভোটাধিকার হরণ করা হচ্ছে বলেও দাবি করেন ফখরুল। জাতীয় নির্বাচনের পর নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।