নির্বাচনের পরে সহিংসতা হলে মাঠে থাকবে সেনাবাহিনী : এস এম শফিউদ্দিন আহমেদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ১৯৯৭ বার পড়া হয়েছে
নির্বাচনের পরে সহিংসতার পরিবেশ সৃষ্টি হলে কমিশনের চাওয়া অনুযায়ী সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সকালে, ঢাকার মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ভোট দেয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সেনা প্রধান জানান, পেশাদারিত্বের সাথে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। যখন যে স্থানে প্রয়োজন নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সেনা সদস্য পাঠানো হচ্ছে বলে জানান তিনি। সারাদেশে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে বলে দাবি করেন, সেনা প্রধান।