নির্বাচনের আগে মাঠ খালি করার নীলনকশা চলছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
ভাত ও ভোটের সংকট থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে মাঠ খালি করা এবং বিএনপি নির্মুলের মাধ্যমে ক্ষমতায় থাকার নীলনকশা বাস্তবায়ন করছে সরকার৷ দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আগামী নির্বাচন নিয়ে ভাবছে না বিএনপি। সরকার হটিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান তিনি।
উস্কানী ছাড়াই মঙ্গলবার বিএনপি সমাবেশে হামলার ঘটনা সরকারের পূর্ব পরিকল্পিত। এ ধারনের ঘটনা বিএনপি কে রাজপথ থেকে দূরে সরিয়ে রাখার চক্রান্তের একটি অংশ বলে মনে করে দলটি। সাম্প্রতিক বিষয় নিয়ে দুপুরে রাজধানীর নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করে জাতীয় নির্বাচনের আগে মাঠ খালি করে ক্ষমতায় থাকার নীলনকশা বাস্তবায়ন করছে সরকার৷
সংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন,আগামী নির্বাচন নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই বিএনপির।
মন্ডপে হামলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, সুষ্ঠূ তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে অবশ্যই বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে।
চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে ফাটল ও পাটুরিয়ায় ফেরি ডুবে যাওয়ার ঘটনায় সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও নজরদারির অভাবে এসব ঘটনা ঘটছে।