আগামী নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক হামলার মতো অপতৎপরতা চালাচ্ছে একটি গোষ্ঠী।
শনিবার সকালে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সরকার এসব মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে। ড. এ কে আব্দুল মোমেন আরও জানানা, সাম্প্রদায়িক হামলার ইস্যুতে বাংলাদেশ সরকারের পদক্ষেপকে অত্যন্ত উত্তম বলে জানিয়েছে ভারত। প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে ভারত বলেও জানান মন্ত্রী।